Friday, February 8, 2019

কবিতা

প্রিয়দর্শিনী
মুহাম্মদ নাজমুল হক

তোমারে দেখেছিলাম সাঁঝের বেলা
ফাঁকা রাস্তা ওই বুড়ি বিলের ধার,
ডুব সূর্যের রক্ত-দীপ্ত মুখমণ্ডল রাঙা।

সাঁঝের মায়া বুঝিনি আগে,
যদি না দেখা হত তোমার
বুঝেছি এখন দেখে তোমায়
                - ভুল খোয়াবে জেগে।
এরপর দেখেছি দেখেছি তোমারে
                                  - বার বহুবার।
বাস দাঁড়ানো ওই মোড়ে।
রেলের সর্পিল রাস্তা ধরে,
                  - আরো অনেকখানি।
বসেছিলাম ওই প্লাটফর্মে
তুমি আমি মুখোমুখি।

দেখেছি তোমার হারিয়ে যাওয়া
                     - ওই ভিড়ের মাঝে।
তখনো ছিল সন্ধেবেলা
                 - সাঝের মায়ার ঘোরে।

হয়নি ছোয়া তোমায় কখনো
হয়নি কথা আজো।
দেখেছি তোমার গোলাপ ঠোঁটের
                       - হাসির ফুলঝুরি।
ওগো! প্রিয়দর্শিনী -
কত! আর কত বেলা,
খেলবে তুমি আমায় নিয়ে
                 - সাঝের মায়া খেলা।