Thursday, October 21, 2021

একদিন তোকে অবাক করে দিবো

 একদিন তোকে অবাক করে দিয়ে 

তোর সামনে এসে দাঁড়াবো, 

অথচ কতকাল তোর সঙ্গে দেখা নেই

বিহব্বল তুই  বিস্মিত। 

ঠাঁই দাঁড়িয়ে তুই স্থির, হৃদয় উচ্ছ্বল।


এত কাছে যাবো তোর 

যেখান থেকে হৃদয় ধ্বনি শোনা যায়। 

এরপর আরো কাছে, অনুভবে হৃদকম্পন, 

তোর উষ্ম নিঃশ্বাস আমার কাধে। 

আঁখি জলে ঝাপসা চেহারা, কথা কবো ইশারায়। 


আরেকবার, আরেকদিন, অবেলায় 

আকাশে মেঘ ঘন, ঝটিকা ঝড়, বৃষ্টির ক্ষণ 

ভিড়ের শেষে এক কোণে,

তোকে অবাক করে দিয়ে 

জড়িয়ে ধরে আমি চুমু খাবো। 

যেন পাথর হবি তুই ভয়ে লজ্জায় 

হঠাৎ তাড়িৎ চমকিত শীতল তুই, 

যেন লুকিয়ে পালাতে চাইবি আমার শক্ত বাহুবন্ধনে।