মুহাম্মদ নাজমুল হক
তোকে ভুলতে ভুলতে আজ লিখতে বসেছি
ভুলে যাওয়া কথা গুলি অগোছালো,
ভুলতে থাকা মুহূর্তগুলো ঝাপসা!
কিছুটা ভুলেই গিয়েছি কতগুলো ভুলছি।
হঠাৎ যখন মনে হয়, তুই কত কাছের
তারপর খুজতে থাকি তোকে, সেইদিন -
সুন্দর মুহুর্ত, রাস্তা, প্রেম - অভিমান।
সেই বিকেল, ফুচকা, ভরা বাস,
সেই গোধূলি, তোর লাবণ্য, সাত জনমের ভালোবাসা।
অথচ!
আজ সুন্দর মুহুর্ত, চা কিংবা ভালোবাসা কোনটাই
যেন নেই লেখার মতো!
ভুলে গেছি, কিছুটা ভুলছি।
আর কিছুদিন পর হয়তো ভুলেই যাবো -
এই কবিতা, তোর শহর, তোর হাসি।
এরপর আরো কিছুদিন পর হয়তো
মনেই থাকবেনা তুই বলে কেউ ছিলি।