তবুও ভালোবাসি
মুহাম্মদ নাজমুল হক
এই যে , আমার অফুরন্ত সময়
আমার নিষিদ্ধ রাত ।
ধর , আমি একলা ,
নিঃসঙ্গ তো ওই চাঁদ ।
তবুও ভালোবাসি ।
ভালোবাসে ওই পথিকটাও , বন্ধুর মরিচিকা ভরা পথ ।
কে জানে ওই চাঁদ নয় , এই জোনাকীটাই শেষ সম্বল !
তবুও ভালোবেসে যায় ।
ওই চাঁদ , আলো ,অন্ধকার আবার এই অরণ্য কিংবা সমুদ্রের গর্জন ।
জানি,ঝড় আসবে অমবস্যায় ।
হইহুল্লোড় দৌলে , শান্তির প্রার্থনা ।
রোগ-শোক মৃত্যু ভয় ,দুঃচিন্তা অবিরাম ।
কালকেও বাঁচতে হবে - জীবনযুদ্ধ !
কটাক্ষ করে শত্রু , অনুপ্রেরনায় মিত্র ।
বাঁচতে যে হবে ,- অপেক্ষা ।
তবু ভালোবাসি অনুপ্রেরণা ।
আর প্রতিক্ষা নয় , অপেক্ষা
আর একটু সঞ্চয় কর ধৈর্য্য ।
আমি আসছি ,- অনুপ্রেরণা ।
তবুও ভালোবাসি ।
মুহাম্মদ নাজমুল হক
এই যে , আমার অফুরন্ত সময়
আমার নিষিদ্ধ রাত ।
ধর , আমি একলা ,
নিঃসঙ্গ তো ওই চাঁদ ।
তবুও ভালোবাসি ।
ভালোবাসে ওই পথিকটাও , বন্ধুর মরিচিকা ভরা পথ ।
কে জানে ওই চাঁদ নয় , এই জোনাকীটাই শেষ সম্বল !
তবুও ভালোবেসে যায় ।
ওই চাঁদ , আলো ,অন্ধকার আবার এই অরণ্য কিংবা সমুদ্রের গর্জন ।
জানি,ঝড় আসবে অমবস্যায় ।
হইহুল্লোড় দৌলে , শান্তির প্রার্থনা ।
রোগ-শোক মৃত্যু ভয় ,দুঃচিন্তা অবিরাম ।
কালকেও বাঁচতে হবে - জীবনযুদ্ধ !
কটাক্ষ করে শত্রু , অনুপ্রেরনায় মিত্র ।
বাঁচতে যে হবে ,- অপেক্ষা ।
তবু ভালোবাসি অনুপ্রেরণা ।
আর প্রতিক্ষা নয় , অপেক্ষা
আর একটু সঞ্চয় কর ধৈর্য্য ।
আমি আসছি ,- অনুপ্রেরণা ।
তবুও ভালোবাসি ।